শহুরে জীবনে ভাড়া বাসাতেই থাকতে হয় অধিকাংশ মানুষের। তাই কর্মব্যস্ত নগর জীবনে নিজের বা পরিবারের প্রয়োজনে বাসা বদলাতে হয়। ঠিকানা বদলের এই কাꦇজটি সবার কাছে ঝামেলারই বটে। সবচেয়ে বেশি চিন্তা থাকে জিনিসপত্র এক জায়গা থেকে অন্যত্র কীভাবে সুরক্ষিতভাবে নেওয়া যায়। তবে বাসা বদলানোর সময় সঠিক পরিকল্পনা করলে ঝক্কি অনেকটাই কমে। চলুন জেনে নিই-
সময় নিয়ে সিদ্ধান্ত নিন
বাসা বদলের সিদ্ধান্ত হুট করে নেবেন না, হাতে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। গুরুত্বপূর্ণ এ বিষয়ে একদমই তাড়াহুড়ো করা ঠিক নয়। এছাড়া পুরোনো বাড়ি ছাড়ার মাসখানেক আগে থেকে মালপত্র গোছগাছ শুরু করে দিন। প্রথমেই প্রয়োজনীয় কাগজপত🔥্র ও মালামাল ব্যাগে ভরে নিন। একই সঙ্গে কাচের জিনিসগু🍌লো কাগজে মুড়িয়ে নিন।
বৈদ্যুতিক
আগের বাসা 🧸ছাড়ার আগে মিস্ত্রি ডেকে ফ্রিজ, এসি ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী খুলে নিন। বাড়ি পাল্টান🉐োর আগে এটা বড় কাজ। এগুলো ভালো করে বাক্স করে বেঁধে নিন। নতুন বাসায় গিয়ে খুলবেন।
আসবাবপত্র
আসবাবপত্রগুলোতে কা💫পড় জড়িয়ে ভালো করে ব꧑েঁধে নিন, তাহলে সম্ভাব্য ক্ষতি এড়িয়ে যেতে পারবেন। এছাড়া ধুলোও পড়বে না। মালামাল গাড়িতে তোলার আগে ভালো করে দেখে নিন, সব মালামাল সুরক্ষিত আছে কি না।
দরকারি কাগজপত্র
দরকারি কাগজপত্র বা দলিলাদি একটি নির্দিষ্ট ব্যাগে রাখুন। কাচের জিনিসপত্র থাকলে সেগুলোও ব🍬াক্সে ভরে লেভে🐓ল লাগিয়ে দিন। যাতে সহজেই চিহ্নিত করা যায়।