• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বাধীনতা দিবসের সাজ-পোশাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ১১:৪০ এএম
স্বাধীনতা দিবসের সাজ-পোশাক

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ছুটির দিন হওয়ায় অনেকেই হয়তো এদিন 💟বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন। তাই সাজের ক্ষেত্রে স্বাধীনতা দিবসের ছাপ রাখা চাই। চলুন জেনে নেওয়া যাক স্বাধীনতা দিবসের সাজ কেমন হবে।

নারীর সাজ

  • এদিন নারীরা লাল-সবুজ শাড়ি পরতে পারেন। যেহেতু গরম পড়ছে, তাই ব্লাউজের ক্ষেত্রে  থ্রি-কোয়ার্টার বা ম্যাগি হাতা পরতে পারেন। শাড়ি পরতে না চাইলেও একরঙা শাড়ির সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এ ক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সঙ্গে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে সুন্দর লাগবে।
  • যারা শাড়িই পরতে পছন্দ করেন না; তারা সালোয়ার-কামিজ অথবা লম্বা কুর্তি পরতে পারেন।
  • পোশাকে লাল-সবুজ রাখতে না চাইলে গলায় রাখুন ওড়না, স্কার্ফ ও গয়নায়।
  • শাড়ি পরলে সাজের ক্ষেত্রে কপালে লাল-সবুজ টিপ পরে দুই হাত সাজিয়ে তুলুন লাল-সবুজ চুড়িতে, খোঁপায় পরতে পারেন লাল ফুল।
  • দিনের বেলায় মেকআপের ক্ষেত্রে বিশেষ নজর রাখুন। অবশ্যই সানব্লক ব্যবহার করবেন।
  • বিবি ক্রিম বা ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করুন মুখে। কমপ্যাক্ট পাউডার ও হালকা ব্লাশন দিয়ে নিন। চাইলে কনটোরিং করতে পারেন।
  • চোখে মোটা করে কাজল, আইলাইনার, মাশকারা ব্যবহার করতে পারেন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক।
  • ঠোঁটে মানানসই লিপস্টিক ব্যবহার করুন। অবশ্যই ম্যাট লিপস্টিক ব্যবহার করুন, তাহলে মুখ কম ঘামবে।
  • গয়নার ক্ষেত্রে গলায় পরতে পারেন পুঁতি, মাটি, কাঠ বা সুতার মালা। সঙ্গে কানের দুল ও অন্যান্য গয়না। আঙুলে পরতে পারেন বড় মেটাল অথবা পাথরের আংটি।

পুরুষের সাজ

  • পুরুষরা স্বাধীনতা দিবসে বেছে নিতে পারেন পাঞ্জাবি বা টি-শার্ট।
  • লাল বা সবুজ একটি টি-শার্ট পরে সঙ্গে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে।
  • লাল-সবুজ ব্রেসলেটও ব্যবহার করতে পারেন।
  • লাল-সবুজ সংগ্রহে না থাকলে শুধু লাল কিংবা শুধু সবুজও পরে নিতে পারেন।
  • এ ছাড়া স্বাধীনতা দিবসে জড়িয়ে নিতে পারেন লাল-সবুজ রঙের ফতুয়া।

শিশুর সাজ

  • গরমের সময় শিশুদের পোশাকের দিকে বিশেষ নজর রাখুন। আরামদায়ক পোশাক পরান।
  • লাল-সবুজ রঙের ফ্রক, সালোয়ার-কামিজ পরাতে পারেন মেয়েকে।
  • অন্যদিকে ছেলেদের পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া ও টি-শার্ট পরাতে পারেন।
Link copied!