• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কালো-সোনালি গাউনে ‍‍‘ঐশ্বর্য জাদু‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৪, ০৩:৪৪ পিএম
কালো-সোনালি গাউনে ‍‍‘ঐশ্বর্য জাদু‍‍’
ছবি: সংগৃহীত

ভক্ত অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বরাবরের মতো এবারও কান ফিল্ম ফেস্টিভালে জাদু ছড়িয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। উৎসবের প্রথম দিনেই নজর কেড়েছেন নেটিজেনদের। কালো-সোনালি গাউনে প্রকাশ্যে আসেন সাবেক এই বিশ্বসুন্দরী। মুহূর্তেই উত্সবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেন। আবেদনময়ী ভঙ্গির চাꦐহনিতে মুগ্ধ করেন সবাইকে। নেটদুনিয়ায়ও ঐশ্বর্যের সৌন্দর্যের প্রশংসা♓ মেতে উঠেছে সবাই।

সাবেক 🅰বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রীর পরিচয়েই বিশ্ব চেনে ঐশ্বর💖্যকে। তবে তার সৌন্দর্য আর ফ্যাশনের তারিফও রয়েছে গোটা বিশ্বে। কান উত্সবে বরাবরই ভিন্ন লুকে হাজির হন ঐশ্বর্য। ভক্তরাও অধীর অপেক্ষায় থাকেন কান চলচ্চিত্র উৎসবের এই সময়টার।

সম্প্রতি শুরু💜 হয়েছে কান চলচ্চিত্র উত্সব। কানের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন প্রথম লুক প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় প্রশংসার ঝড় বইছে। ঐশ্বর্যের গাউন পরা লুকের সেই ছবিগুলো ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। এই কালো-সোনালির ছোঁয়ায় অপরূপভাবে সেজে উঠেছিলেন ঐশ্বর্য। তাকে দেখে র♔ীতিমতো মুগ্ধ গোটা বিশ্ব।

বিশ্বের অন্যান্য খ্যাতিনামা তারকাদে🤡র ভিড়ে আলাদা ভাবে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ঐশ্বর্য রায় বচ্চন। তার পরনে ফ্যাশনেবল সুন্দর গাউনের দিকে নজর ছিল সবার। চিরতরুণ এই সুন্দরী প্লাস্টার করা ডান হাত নিয়েই উপস্থিত হন রেড কার্পেটে। আর হাত নাড়িয়ে অনুরাগীদের ডাকে সাড়া দেন।

ফ্যাশনিস্তা বলছেন, ঐশ্বর্যের রেড কার্পেট লুকগুলো সবসময়ই স্মরণীয় হয়ে থাকে। এবারও ব্যতীক্রম নয়। প্রথম দিনের লুকটিও সেই তালিকাতেই꧙ পড়েছে। কালো রঙের গাউনে সোনালি কারুকাজ করা ছিল। যা সত্যিই মুগ্ধ করেছে।

‍‍`Falguni Shane Peacock‍‍`-এর ডিজাইন করা কাস্টম গাউন পরেন ঐশ্বর্য। গাউনের উপরের অংশে ছিল কর্সেট প্যাটার্ন সি꧑লুয়েট। আর লো কাট সুইটহার্ট নেকলাইন তার লুকে দিয়েছিল বোল্ড ছোঁয়া। এটির ড্রামাটিক সাদা পাফড স্লিভ লুককে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। গাউনে দেওয়া হয় সাদা রঙের একটি ফ্লো🅰র সুইপিং লম্বা ট্রেইল। যার উপরে সোনালি ফুলের থ্রিডি এমবেলিশমেন্ট ছিল। ড্রেসের উপরেও গোল্ডেন থ্রিডি মোটিফ ছিল। যা এই লুকের অন্যতম আকর্ষণ।

কয়েক বছর ধরেই ঐশ্বর্যের কান চলচ্চিত্র উত্স♊বের লুকে ফ্লোরাল এমবেলিশমেন্ট গুরুত্ব পেয়েছে। ২০২২ সালে একটি থ্রিডি ফ্লোরাল গাউনে দেখা যায় ঐশ্বর্যকে। এবারও ফ্লোরাল থিমেই ভক্তদের মুগ্ধ করলেন বলিউড ডিভা ঐশ্বর্য রায় বচ্চন।

Link copied!