• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:২১ পিএম
পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করার উপায়
রসমালাই বেশ সুস্বাদু খাবার। ছবি : সংগৃহীত

রসমালাই বেশ জনপ্রিয় খাবার। যারা মিষ্টি পছন্দ করেন রসমালাই তাদের কাছে খুব লোভনীয় একটি পদ। আর এই 🐻স্বাদে ভিন্নতা আনতে আপনি নিজের হাতেই বানিয়ে দিতে পারেন পাউরুটির রসমালাই। যারা মিষ্টি পছন্দ করেন না তারাও বেশ মজা করে খেয়ে নেবেন এটি। চলুন রেসিপি জেনে নিই-

যা যা লাগবে

  • পাউরুটি ৬ টুকরা
  • দুধ এক লিটার
  • কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ
  • এলাচ তিনটি
  • কাঠবাদাম কুচি আটটি
  • কাজুবাদাম নয়টি
  • পেস্তাবাদাম সাতটি
  • এক চিমটি জাফরান
  • চিনি পরিমাণমতো।

যেভাবে বানাবেন
প্রথমে কড়াইয়ে🗹 দুধ দিয়ে বেশি আঁচে জ্বাল দিয়ে নিন। এবার চুলার আঁচ কমিয়ে দুধ শুকিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে। অর্ধেক হয়ে গেলে তাতে এলাচ, চিনি, কনডেন্সড মিল্ক, কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম, জাফরান দিয়ে জ্বাল🦹 দিন। 

মাঝারি আঁচে জ্বাল দিয়ে দুধের পরিমাণ কমিয়ে আরো ঘন করে নিতে হবে। এরপর চুলা বন্ধ করে দুধ নামিয়ে ফেলুন। এবার পাউরুটির টুকরাগুলো গোল করে কেটে সাজিয়ে নিন। দুধ ঠান্ডা হলে পাউরুটির ওপর ঢ🦂েলে দিন। 

দুধ গরম অবস্থায় দিলে রুটি ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা হলে দিতে হবে। এবার ওপরে কিছু কꦉাজুবাদাম, কাঠবাদাম কুচি ছিটিয়ে দিন। এবার পরিবেশন করতে পারেন। চাইলে এটি ফ্রিজে রেখেও খেতে পারেন🌱।

Link copied!