মা এবং সন্তানের সম্পর্ক নিঃশর্ত ভালোবাসার। কিন্তু সেই ভালোবাসায় রয়েছে স্নেহ আর শাসনের যথাযথ সমন্বয়। আদর্শ মা হতে গেলে এই সমন্বয়টা বজায় রাখ๊া খুব জরুরি। কীভাবে তা বজায় রাখবেন, জানাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা।
ভালোবাসা প্রকাশ করুন : আপনার ছোট ছোট আচরণে ভালোবাসা যেন প্রকাশ পায়। জড়িয়ে ধরে আদর করুন, চুমু খান। এতে আপনার সঙ্গে দৃঢ় হবে আপনার সন্তানের মানসিক বন্ধন। সন্তানের কোনো সমস্যায় তার কাঁধে হাত রেখে কথা বলুন। তাতে সে আশ্বস্ত হবে। কখনোই ভালোবাসায় কোনো শর্ত জুড়ে দেবেন না। যেমন ক্লাসে প্রথম হলে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। বরং তাকে আপনার ভালোবাসাও দিয়ে বোঝান যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে আপনি তার সঙ্গে আছেন।
বন্ধুত্ব তৈরি করুন : সন্তানের সঙ্গে সহজ সখ্য বজায় রাখুন। তাহলে সে শুধু ছোট ছোট সমস্যাই নয়, গভীর এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলোও🐟 আপনার সঙ্গে আলোচনা করবে।
আত্মবিশ্বাসী হতে শেখান : জীবনের বিভিন্ন ব্যর্থতাকে সহজভাবে নিতে শেখান আপনার সন্তানকে। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সে চাইলে সফল হবেই, এই আত্মবিশ্বাস ওর মধ্যে গেঁথে দিন। এর সঙ্গে এটাও শ𝔍েখান, কোনো কিছুতে সফল না হলেই জীবন ব্যর্থ হয়ে যায় না।
মতামতকে গুরুত্ব দিন : ছেলেমেয়েরা ছোট, তাই পরিবারের কোনো🉐 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ওদের মতামত না নিলেও কিছু ছোট ছোট ব্যাপারে ওদের মতামতকে গুরুত্ব দিন। এভাবেই ওরা সিদ্ধান্ত নিতে শিখবে। আর পরিবারে যে ওদেরও গুরুত্ব আছে এটাও ওরা বুঝতে পারবে।
সন্তানকে সময় দিন : প্রতিদিন নিজের কাজের ফাঁকে অন্তত কিছ𒆙ুটা সময় বের করতে চেষ্টা করুন, যে সময়টা হবে শুধু আপনার এবং আপনার সন্তানের। সেই সময়টায় ভারী আলোচনা করবেন না। ওর সঙ্গে꧒ গল্প করেন। ওর ভালো লাগা-খারাপ লাগা, ইচ্ছা-অনিচ্ছা জেনে নিন। আপনার ছেলেবেলার গল্প ওর সঙ্গে করতে পারেন, এতে ও আনন্দ পাবে।
স্বাবলম্বী করে তুলুন : সন্তানের নিজের কাজ নিজেকেই করতে শেখান। স্কুলে ভর্তির পর থেকে জুতা পরা, জামা-কাপড় পরা, নিজের স্কুল ব্যাগ গোছানো, নিজের জিনিস ঠিক জায়গ💎ায় রাখার অভ্যাস করান।
আত্মসম্মানবোধ তৈরি করুন : মানুষ হিসেবে নিজেকে সম্মান করার শিক্ষা ওকে দিন। কেউ যদি ওর সঙ্গে খারাপ আচরণ করে তার প্রতিবাদ করতে শেখান। এমন কোনো কাজ যেন সে না করে, যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়।ꦐ এই শিক্ষা ছোটবেলা থেকেই ওর মধ্যে গেঁথে দেবেন।
সহবত এবং নীতিবোধ শেখান : খুব ছোট থেকেই যেহেতু মায়ের হাত ধরেই সন্তানের পথচলা শুরু হয়, তাই সহবতের শিক্ষা দেওয়ার দায়িত্ব মায়েরই। ওকে সামাজিকতা শেখান। কীভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে হয়, বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে কীভাবে মেটাতে হয়, উৎসব-অনুষ্ঠানে সবার সঙ্গে কেমন আচরণ করতে হয় এরকম সব সহবতের শিক্ষা ওকে দিন। এর সঙ্গে শেখান নীতিবোধ। বড়দের গায়ে পা না দেওয়া, তাদের সম্মান কর💙ে চলা, মিথ্যা কথা না বলা, কারো ক্ষতি না করা, না বলে অন্যের জিনিস না নেওয়া এমন নানা বিষয় ওকে শেখান।
প্রয়োজনে শাসন করেন : বিভিন্ন পরিস্থিতির প্রয়োজনে সন🎉্তানকে শাসন করেন। এটা খুব জরুরি। কি কারণে তাকে শাসন করছেন এটা সম্পর্কে যেন ওর পরিষ্কার ধারণা থাকে। তা না হলে সে আপনার শাসনের ভুল মানে বের করতে পারে।
প্রশংসা করেন : সন্তান কোনো ভালো কাজ করলে অবশ্যই তার প্রশংসা করেন। আপনার প্রশংসা ওর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। কিন্তু মনে রাখবেন প্রশংসা করা মানেই আবার মাথায় তোলা নয়। প্রশংসার চোটে আপনার সন্তান যেন ওভার কনফিডেন্ট না হয়ে যায়, সে🎃 বিষয়েও সচেতন থাকবেন।
সুস্থ দাম্পত্য সম্পর্ক বজায় রাখুন : সন্তানের সামনে কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। এতে ওর মনের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। ওর কাছে আপনারা দুজনই প্রিয়। আপনারা ঝগড়া করলে ও নিরাপত্তাহীনতায় ভুগবে। আপনাদের দুজনের সমস্যা হতেই পারে, কি𓂃ন্তু তা সন্তানের আড়ালে মেটান। শিশুর ভালোভাবে বড় হওয়ার জ𒈔ন্য সুস্থ পারিবারিক পরিবেশ খুব জরুরি। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকলে সন্তানও ভালো থাকে।
সিবলিং জেলাসি সামলান : যদি আপনার পিঠাপিঠি দুটো সন্তান থাকে তাহলে একটু বেশি সচেতন হন। দুজনের মধ্যে একজন আপনার একটু বেশি প্রিয় হতেই পারে, তবে আপনার আচরণে যেন তা প্রকাশ না পায়। কোনো একজনের দিকে একটু বেশি নজর দিলে অন্যজন নিজেকে অবহেলিত মনে করতে পারে। অনেক সময় দ্বিতীয় সন্তান জন্মের পর তার দিকে প্রথমজনের চেয়ে একটু ব📖েশি নজর দিতে হয়। তখন শিশুমন থেকে প্রথমজন ভাবতে শুরু করে মা তাকে আর আগের মতো ভালোবাসে না। তার ভাই বা বোনটা তার জায়গা দখল করে ফেলেছে। এই অনুভূতি তꦇৈরি হওয়া ওর মানসিক বিকাশের জন্য খুব ক্ষতিকর। তাই আপনার আচরণ থেকে সবসময় বোঝাতে চেষ্টা করবেন আপনার কাছে দুজনই সমান।
অন্যের সঙ্গে তুলনা করবেন না : অন্যের সঙ্গে তুলনা আপনার সন্তানকে এগিয়ে যেতে তো উৎসাহ দে𒉰বেই না, বরং ওকে তিলে তিলে অবসাদে ভোগাবে। তাই কোনো কি♓ছুতে খারাপ করলে কখনোই অন্যের সঙ্গে তুলনায় যাবেন না।
মাত্রাতিরিক্ত পজেসিভ হবেন না : সন্তানকে আগলে রাখার দায়িত্ব আপনার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ছেলেমেয়ের নিজস্ব একটা জীবন গড়ে ওঠে। তৈরি হয় ওর নিজস্ব বন্ধু-বান্ধব বলয়, গ🐠ড়ে ওঠে একান্ত ওর নিজের কিছু ভালোলাগা বা পছন্দ-অপছন্দ। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেই অনেক মায়েরা এইসময় অতিরিক্ত পজেসিভ হয়ে পড়েন। কিছু জায়গা ওদের নিজস্ব থাকতে দিন। প্রতিটা বিষয়ে অযথা হস্তক্ষেপ করবেন না।
নিজেকে সন্তানের রোল মডেল হিসেবে গড়ে তুলুন : ছোটরা য🍷া দেখে তাই শেখে। তাই নিজের ব্যাপারে সচেতন থাকুন। সন্তানকে কোনো বিষয়ে মানা করার আগে দেখে নিন আপনি নিজে সেটা করেন কি না? আপনি নিজে যদি অন্যের সঙ্গে নিজের জিনিস শেয়ার করেন, তাহলে তা দেখে দেখেই আপনার সন্তান শেয়ারিং শিখবে। কোনো গরিব, দুস্থ মানুষকে আপনি যখন সন্তানের সামনে সাহায্য করবেন, তখন আপনার সন্তানও শিখবে যে গরিব, দুখীদের সাহায্য করতে হয়।