• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে আল্টিমেটাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ১১:৫৫ এএম
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে আল্টিমেটাম
বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় প‌রিষদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

সব ধরনের চাক‌রিতে প্রবেশের ♛ক্ষে‌ত্রে বয়সসীমা ৩৫ ও মু‌ক্তি‌যোদ্ধা কোটায় ৩৭ বছর করার আহ্বান জানিয়েছে চাক‌রিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত‌্য♐াশী শিক্ষার্থী সমন্বয় প‌রিষদ নামে একটি সংগঠন। আর এর জন্য সরকারকে ১১ মে পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে তারা।

সংগঠনটির নেতারা বলছেন, এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূ‌চি দেওয়া হবে। শুক্রবার (৩ মে)  ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক সমিতিতে এক সংবাদ স‌ম্মেল‌নে এই হুঁশিয়ারি দꩲেন সংগঠ‌নটির মুখপাত্র শ‌রিফুল ইসলাম শুভ।

শ‌রিফুল ইসলাম জানান, ১১ মে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত‌্যাশী‌শিক্ষার𒁏্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয় কোনো প্রজ্ঞাপন জা‌রি না ক‌রলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূ🏅চি দেওয়া হবে।

সরকারি চাকরিতে আ✱বেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী মো. ফরহাদ হোসেনকে সম্প্রতি চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌ꧒ধুরী। গত ১৭ এপ্রিল চিঠিটি পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে শ‌রিফুল ইসলাম শুভ জানান, দেশের ৩৫ জন সংসদ 💃꧂সদস‌্য ও সমা‌জের গুরুত্বপূর্ণ ব‌্যক্তিরা লি‌খিতভাবে চাকরি‌তে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমর্থন জা‌নিয়েছেন। দেশের শি‌ক্ষিত বেকার যুবকদের প্রতি সরকারের নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Link copied!