দুর্নীতির অভিযোগে ইরাকের নবনির্বাচিত প্রেসিডেন্ট হোশিয়ার জেবারির নিয়োগের পথ বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। রয়টার্স জানায়, এ ঘটনার জেরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন প্রক্র🤪িয়াই স্থগিত হয়ে গেছে।
জেবারির নিয়োগ স্থগিত করায় প্রেসিডেন্ট নির্বাচন বর্জন করেছেন অধিক💝াংশ পার্লামেন্ট সদস্য। পার্ꦬলামেন্টের অধিবেশনও বয়কট করেছেন এমপিরা।
সবশেষ অধিবেশনে ৩২৯ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে মাত্র ৫৮ জন উপস্থিত ছিলেন। এমপিদের দুই-তৃতীয়াংশ অনুপস্থিত থাকায় প্রেসিডেন্ট নির্বไাচন সম্ভব হচ্ছে না।
মূলত ইরাকে প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন প্রধানমন্ত্রী। তবে𝓰 সাধারণ নির্বাচনে মোক্তাদা আল-সদর জয়ী হওয়ার পর তিনি ও তাঁর দল হোশিয়ার জেবারিকে প্রেসিডেন্ট হিসেবে চাইলেও তাতে বাদ সাধে সুপ্রিম কোর্ট।
তাই পার্লামেন্ট সদস্য🌳দের দাবি, কোনো সমঝোতা না হলে অধিবেশন হবꩲে না। আর স্পিকারও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কোনো তারিখ জানাননি।
আই💫ন অনুযায়ী মনোনয়ন চূড়ান্ত হলে পার্লামেন্টে সবচেয়ে বড় দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান নতুন প্রেসিডেন্ট। তারপরই সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়। আর তাই ইরাকে নতুন সরকার গঠনই অনিশ্চিত হয়ে পড়েছে।