ജদীর্ঘ ৭০ বছর রাজত্ব করার পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা সম্রাট, রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। বিবিসি জানায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালে সিংহাসনে আরোহনের পর নানা ইতিহাসের সাক্ষী হয়েছেন তিনি। সকালে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজ পরিবারের সদস্যরা প্রাসাদে জড়ো হতে থাকেন। বিকেলে বার্ধক্যজনিত কারণে ৯৬ ব💧ছর বয়সে মারা যান এলিজাবেথ।
এক বিবৃᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতিতে বাকিংহাম প্যালেস জানায়, রানি আজ বিকেলে বালমোরালে চিরনিদ্রায় শায়িত হয়ꩲেছেন।
রানির মৃত্যুর ফলে তার বড় ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের ন𝕴তুন রাজা হিসেবে দায়িত্ব পাবেন। ১৪টি কমনওয়েলথ রাজ্যের রাষ্ট্রপ্রধান হিসেবে নেতৃত্ব দেবেন𒅌 তিনি ।