• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিয়ানমার সেনাবাহিনীকে বর্বরতা বন্ধের আহ্বান জাতিসংঘের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ১০:৪৭ এএম
মিয়ানমার সেনাবাহিনীকে বর্বরতা বন্ধের আহ্বান জাতিসংঘের

অস্থিরতার মাঝেই মিয়ানমারে প্রথমবার সফর করলেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের নতুন দূত নোলিন হেইজার। দেশটির সামরিক সর❀কারের প্রতি সহিংসতা বন্ধ ও সꦏব রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি।

রাজনৈতিক নেতা-কর্মীদের ফাঁসির কার্যক্রম বন্ধ করতেও আহ্বান জানান জাতিসংঘের দূত। দেশটির সেনাপ্রধানের সঙ্গেও সরাসরি আলোচনা করেছেন হেইজার। ไতবে জান্তা সরকারের কড়াকড়ির কারণে কারাবন্দি বেসামরিক নেতা অং সান সু চির সঙ্গে দেখা করতে পারেননি তিনি।

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের পর উচ্চপর্যౠায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন হাইজার। গত বছর নিয়োগপ্রাপ্তির পর দেশটিতে তার প্রথম সফর এটি।

৩০ বছরের বেশি সময়ের পর গত মাসের শেষ দিকে চার রাজনৈতিক কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে ম🌜িয়ানমারের সামরিক সরকার। নিহতদের মধ্যে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির সাবেক ব🍒িধায়ক ফিও জেয়া থাও ছিলেন।

জাতিসংঘের দূত নোলিন হেইজার বুধবার দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেখা করেন। তাকে ভবিষ্যতের সব মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ আরোপ করার জন্য অনুরোধ করেছেন তিনি। সহিংসতা অবিলম্বে বন্ধ করতে ও সু চির সাবেক উপদেষ্টা শন টার্নেলসহ সব রাজনৈতিক বন্🐲দির মুক্তিরও আহ্বান জানিয়েছেন তিনি।

২০২১ সালের ফেব্🅰রুয়ারিতে ক্ষমতা দখল করে নির্বাচিত নেতা অং সান সু চি ও তার বেসামরিক সরকারের সদস্যদের আটক করে সেনাবাহিনী। এর পর থেকে অং সান সু চিকে একাধিক অভি💟যোগে বিচার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সেনাশাসনবিরোধী হাজার হাজার নেতা-কর্মীকে। সামরিক বাহিনীর দমন-পীড়নে প্রায় ২ হাজার ২১৫ জন নিহত হয়েছে।

 

 

Link copied!