মহানবী হজরত মুহাম্মদকে (স.) নিয়ে বিজেপ🔯ি নেত্রী নূপুর শর্মা। বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। এ ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির সরকার।
হিন্দুস্তান টাইমস জানায়, র⛎োববার দীপক মিত্তল কাতার সরকারকে জানান নূপুর শর্মা মন্তব্য ও ভারত সরকারের অবস্থান এক নয়। এটি সমাজের একটি অংশের মনোভাব। অবমাননাকর মন্তব্যের জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত-কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একসঙ্গেꦆ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মার🍸 একটি ভিডিয়ো ভাইরাল হয়। এতে জ্ঞানবাপী মসজিদ নিয়ে ꧒আলোচনা সভায় মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নুপূর। এ নিয়ে ভারতের বাইরেও তুমুল সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় নূপুর শর্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর রোববার তাকে দল𒁃 থেকেই বহিষ্কার করেছে ভারতের সরকার দল বিজেপি। রোববার সকালে এক বিবৃতিতে বিজেপি জানায়, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা কোন মন্তব্যকে তারা সমর্থন করে না। সেকারণেই নূপুর শর্মা ও নবীন জিন্দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হল।
যদিও নূপুর শর্মার দাবি ফ্যাক্ট-চেকিং🍒 ওয়েবসাইট অল্ট নিউজ তার ভিডিওটি ‘এডিট’ করে প্রকাশ করেছে। সেখান থেকেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। পাইধোনি থানায় বিজেপির জাতীয় ম🌸ুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল।