ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপে পরপর দুই বার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশ🧜মিক ৭ এবং দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রয়টার্স জানায়, শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে ভূমিকম্ജপনটি অনুভূত হয়।
মার্কি🌼ন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে ছিল। প্রথমবার কম্পনের এর কয়েক মিনিট পরই একই অঞ্চলে আরেকটি কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দেশটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, "খুবই শক্তিশালী ছিলꦿ এটি। সবাই আতঙ্কিত। তবে বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তারা জানেন।"
সুনামির আশঙ্কা আছে কি না তা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজানতে নি𝓡চু অঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও জানান, কম্পনটি সম্প্রতি ঘটা ভূমিকম্পগুলোর মতো 🎶;শক্তিশালী ছিল না।