ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ সর্বসম্মত অনুমো❀দন দিয়েছে মার্কিন সিনেট। অধিবেশনে পশ্চিমা প্রতিরক্ষা জোট সম্প্রসারণকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্ಞয বড় পদক্ষেপ ও ভ্লাদিমির পুতিনের জন্য দুঃসংবাদ বলে অভিহিত করা হয়।
ন্যাটোতে ইউ♎রোপীয় দেশ দুটির প্রার্থিতা অনুমোদনের জন্য ভোটাভুটি হলে পক্ষে ভোট পড়ে ৯৫টি𝔍, বিপক্ষে ১টি।
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, ন্যাটোর সম্প্রসারণের লক্ষ্যে য✅ুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরই ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।
ন্যাটোর নীতিমালা অনুযায়𝔉ী, নতুন সদস্য যুক্ত করতে হলে জোটের সব কটি দেশের সম্মতি থাকতে হয়। শুরুতে ন্যাটোর অন্যান্য সদস্যরা সুইডেন ও ফিনল্যান্ডকে জোটে টানতে আগ্রহ জানালেও তুরস্কের আপত্তিতে তা আটকে যায়।
জুনের শেষে কয়েক☂ সপ্তাহের নাটকীয়তার পর সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের পক্ষে সমর্থন দেয় জোটের সদস্য তুরস্ক। মার্কিন সিনেটের অনুমোদনের মাধ্যমে দꦑুই দেশের যোগদানের প্রক্রিয়া আরও অগ্রসর হলো।