বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের জেরে বিভিন্ন দেশের বেশ কয়েকজন বিদেশি শ্রমিককে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে কাতার সরকার। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছ♏েন বলে জানিয়েছে বিবিসি।
সরকারি সূত্র জানিয়েছে, কাতারের জননিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এসব বিক্ষোভকারীকে🐼 দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও তাদের অনেকের দাবি, সাত মাস ধরে কাউকে বেতন দেওয়া হয়নি।
১৪ অগাস্ট আল বান্দারি ইন্ౠটারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের বাইরে এসব অভিবাসী𒉰 বিক্ষোভ করেন। অর্ধশতাধিক অভিবাসী এই বিক্ষোভে অংশ নেন।
সে সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভকারী শ্র🌜মিকরা বাংলাদেশ, ভারত, নেপাল, মিসর ও ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে। তবে তাদের সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ।
২০১০ সালে কাতার চলতি বছরের ফুটবলౠ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়। ꧟এরপর থেকে সারা দেশে স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়।
তখন থেকেই এসব♈ নির্মাণকাজে জড়িত অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। যদিও কাতার সরকার বলছে, যাদের বহিষ্কার করা হয়েছেღ, তারা দেশের নিরাপত্তা লঙ্ঘন করেছেন।
নভেম্বরে ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ꦯএমন পদক্ষেপ কাতারের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।