ইরাকে নিষিদ্ধ জঙ্গ🍬িগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় এক নারীসহ ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার পূর্ব দিয়ালা প্রদেশের একটি গ্রামে এই হামলা হয়।
মুকদাদিয়๊া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলায চালানো হয়। এতে আহত হন বেশ কয়েকজন ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে ⛄রয়টার্স।
নিরাপত্তা ও চিকিৎসা সূত্রের বরাতে রয়টার্স আরও জানায় বন্দুকধারীদের এই হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা বেশ কয়েকটি গাড়ি ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এই হামলায় চালিয়ে🅰ছে।
২০১৪ সালে ইরাক ও সির💯িয়ার একাংশ দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা চলায় আইএস। ২০১৭ সাল আইএসকে পরাজিত করে মার্কিꦚন সমর্থিত ইরাক সরকার। এরপর থেকেই ইরাকের বিভিন্ন স্থানে আইএসের সঙ্গে বিচ্ছিন্নভাবে লড়াই চলছে সরকারি বাহিনীর।
যদিও মঙ্গলবারের এ হামলার দায়♚ এখনো স্বীকার করেনি আইএস। তবে ইরাকে সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোতে আইএসের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।