• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০১:৪৪ পিএম
মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হুমকি
ইরাকের ইরবিল শহরের বিমানবন্দরের মার্কিন সেনাঘাঁটিতে মঙ্গলবার রাতে ড্রোন হামলা হয়। ফাইল ছবি

ইরাকের ইসলামিক রেজিসট্যান্ট গোষ্ঠী, যারা ইরান সমর্থিত 🐟তারা মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক ಞকরে বলেছে, অবিলম্বে ইরাক ছেড়ে না গেলে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

কয়েক দিন ধরে সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে  ইরাকের ইসলামিক রেজিসট্যান্স গোষ্ঠী। এই গোষ্ঠীকে ইরানের সঙ্গে সম্পর্কিত সশস্তꦐ্র গোষ্ঠী বলে মনে করে থাকেন 𝓡বিশ্লেষকরা।

হামলাকারীরা জানিয়েছ𒁏ে,🌃 ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের জবাবেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের এই হামলা ও আল্টিমেটাম।

একই সঙ্ꦓগে এটি গাজায় হামাসের বিরুদ্ধে চলা ইসরায়েল যুদ্ধে জড়িয়ে না পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কবার্তা ܫবলেও জানা গোষ্ঠীটি।

এক বিবৃতিতে তারা জ✱ানিয়েছে, ‘এটি তাদের (যুক্তরাষ্ট্র) জন্য কেবল একটি সতর⛎্কবার্তা। চূড়ান্ত পদক্ষেপ এখনো বাকি।’

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল যদ🌳ি স্থলপথে গাজায় আগ্রাসন চালায়, তাহলে তারা যেন ‘জর্ডানের সঙ্গে সীমান্তে সতর্ক নজর রাখে।’ এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। সূত্র-এপি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!