যুক্তরাষ্ট্রের সাবেক প্রে𓂃সিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে নাম প্রস্তাব করেছেন তার দল রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতা। ক্লডিয়া টেনি নামের ওই নারী নিউইয়র্কের আইনপ্রণেতা। বিষয়টি ক্ল𒐪ডিয়া টেনির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এ নিয়ে চারবার শান্তিতে নোবেল🍰 পুরস্কারের জন্য তার নাম প✱্রস্তাব করা হলো।
ক্লডিয়া টেনি এক বিবৃতিতে জানিয়েছেন🎃, ডোনাল্ড ট্রাম্প আব্রাꦜহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করেছেন। এ জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক নীতি বলে অভিহিত করেছেন ক্লডিয়া। বিবৃতিতে ক্লডিয়া আরও বলেন, মধ্যপ্রাচ্যে কয়ে💜ক দশক ধরে চলে আসা অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে।