যুক্তরাষ্ট্রে আরকানসাস রাজ্যের স্কুলগুলোতে অধ্যয়নরত ট্রান্সজেন্ডার শিশুদের জেন্ডার মিলে যায় এমন বিশ্রামাগার 🍃ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের রক্ষণশীল সংস্কারক গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স এ আইনের অনুমোদন দিয়েছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জান🦂িয়েছে। এতে বলা হয়, সবার জন্য পৃথক বিশ্রামাগার ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে হবে। প্রি-কিন্ড꧙ারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর উপর এ আইন কার্যকর থাকবে।
আইন বাস্তবায়নের জন্য স্কুলগুলোতে যথেষ্ট আবাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে অন্তত ১ হাজার ডলার প𓆉র্যন্ত জরিমানা গুণতে হতে পারে স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকরাও আইন অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
স্যান্ডার্সের মুখপাত্র অ্যালেক্সা হেনিং এক বিবৃতিতে বলেছেন, আমাদের শিশুদের শিক্ষার পাশাপাশি সুরক্ষাকেও নিশ্চিত করতে এই আইন প্রণয়ন করেছেন গভর্নর। বিদ্যালয়গুলো কট্টর বামপন্থীদের এজেন্ডা বাস্তবায়নের স্থা♎ন নয়।
এর আগে য🌱ুক্তরাষ্ট্রের অ্যালাবামা ও ওকলাহোমা রাজ্যেও ট্রান্সজেন্ডারদের জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়েছে।