মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ব🌊াচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড🐻 ট্রাম্প জিতলে হামলা চালাবেন, এমন হুমকি দেওয়ার অভিযোগে এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
ꦉস্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালেℱ মিশিগান অঙ্গরাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই তরুণের না👍ম আইজ্যাক সিসিল (২৫)। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা জানিয়েছেন, ওয়েস্ট ভার্জিনি🌺য়া অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টারে ওই হুমকি পাঠিয়েছিলেন সিসিল।
তিনি লিখেছিলেন, রক্ষণশীল ট্রাম্প জিতলে হামলা চালা🐬বেন তিনি।
হুমকির ওই বার্তায় সিসিল আরও বলেন, তার কাছে একটি চোরাই এআর-১৫ বন্দুক রয়েছে। আর একজন লক্ষ্যবস্তুও রয়েছেন, যাঁর নাম তিনি প্রকাশ করবেন না। ওই ব্যক্তির নাম প্রকাশ না করায় এবং লুকিয়ে রাখা বন্দুকটি খুঁজে বের করার সক্ষমতা না থাকায় তিনি হামলা শেষ না করা পর্যন্ত এফবিআই কিছুই করতে ꩲপারবে না।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবারের নির্বাচন ঘিরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটনের ক্যাপিটল♌ ভবনের দর্শনার্থী কেন্দ্র থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, তাঁর শরীর থেকে পেট্রলের গন্ধ পাওয়া যাচ্ছিল। ওই ব্যক্তির কাছে একটি ফ্লেয়ার গানও পাওয়া গেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এফবিআই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ওই হুমকিগুলোর বেশ কয়েকটি রাশিয়া থেকে এসেছে। তবে সেগুলোর কোনোটিই এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তারপরও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে তারা।