মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “মুজিববর্ষের নামে কোন মন্ত্রণালয়ে কোন ♍খাতে কত টাকা খরচ করে🌃ছে, তার হিসাব নেওয়া হবে। এমনকি বেসরকারি কোম্পানিগুলোকেও মজিববর্ষের জন্য অর্থ দিতে বাধ্য করা হয়েছে। সেগুলোর হিসাব নেওয়া হবে।”
বৃহস্পতিবার (৭ নভ🎀েম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। ধূমপান ও তামাকজাত ꧟দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতার💦 কমিটি হবে।”
শফিকুল আলম✤ আরও বলেন, “জরুরি ওষুধের দাম দরিদ্র মানুষের হাতের নাগালে আনতে এসেনশিয়াল ড্রাগের তালিকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করা হবে⭕।”
বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা🍷র প্রেস সচিব🌜।