জাতিসংঘের সাধারণ পরিষদে এবারো আসন পায়নি তালেবান সরকার। তৃতীয় বারের মতো আসন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত ক💃রেছে সংস্থাটি। তাই এবারো জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকছেন সাবেক আফগান♎ সরকার নিযুক্ত প্রতিনিধি নাসির আহাম্মদ ফাইক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জা☂তিসংঘ এ বিষয়ে জানিয়েছে, তারা তালেবান সরকারের পক্ষ থেকে এবং আফগানিস্তানের সাবেক সরকারের প্রতিনিধির পক্ষ থেকে দুটি চিঠি পেয়েছে।
জাতিসংঘ বলছে, বর্ত🔯মান তালেবান সরকার স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একইসঙ্গে গঠন করতে হবে অন্তর্ভুক্তিমূলক সরকার। পাশপাশি তাদের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা মে🦩নে চলতে হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস🌸্টে ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর থেকে জাতিসংঘের কাছে তিন দফায় আসনটির জন্য চিঠি দিয়ে আসছিল তারা। তবে জাতিসংঘ দেশটির নারীশিক্ষা ও অধিকারসহ বিভিন্ন ইস্যু বিবেচনায় 🍎রেখে তা এড়িয়ে যাচ্ছে।
সূত্র : খামা প্রেস নিউজ এজেন্সি