দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে🐼 সামরিক আইন🐬 ঘোষণার সঙ্গে সম্পর্কিত বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৫ জা🐻নুয়ারি) দক্🍌ষিণ কোরিয়ার পুলিশ ও দুর্নীতিবিরোধী তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউনকে গেপ্তꦅারের আগে তার নিরাপত্তাকর্মীꦐ ও সমর্থকদের বাধার মুখে পড়তে হয় তদন্তকারীদের। কয়েক ঘণ্টা ধরে চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
এর আগেও একবার ইউন সুক-ইওলকে গ্রেপ্তারেরর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন সেই চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি গ্রেপ্তার হলেন।