• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলেস, চলছে ‘রেড অ্যালার্ট’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৯:৪৭ এএম
এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলেস, চলছে ‘রেড অ্যালার্ট’
জ্বলছে লস অ্যাঞ্জেলেস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। সপ্তাহ পেরিয়ে গেলেও উল্ট𒀰ো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কি𝓰ন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহা♛সের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পা💙রে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্যালিসেডস এবং ইটনের দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে। তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারোন সেখানকার বাসি🌊ন্দ🍌াদের যেকোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন।

ঝড়ো বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া প😼রিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র 🍨বলছেন, “ঝꦫড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।”

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিꦍফ রবার্ট লুনা বলেছেন, “পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

পাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ অগাস্টিন বলেন, “আমরা হয়ত আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি। কারণ মঙ্গলবജার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে।”

এদিকে আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়♌েছেন। দাবানল নিয়ন্ত্রণে মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।

Link copied!