• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, অতঃপর...


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৫:৪৬ পিএম
চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, অতঃপর...

ফাঁকা বাড়িতে চুরি করতে এসে এসি চালু করে ঘুমিয়ে পড়েন এক চোর। ইতোমধ্যে ওই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা ভারতের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জা🌊না যায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরানগরে তালাবদ্ধ বাড়িতে চুরি করতে গত শনিবার (১ জুন) রাতে ঢুকে পড়েন এক চোর। এরপর ওই বাড়িতে থাকা মূল্যবান জিনিস হাতিয়ে নেন। এরমধ্যে তার নজরে প🌳ড়ে এসি। তাই এসি চালু করে একটু বিশ্রাম নেওয়া শুরু 💝করেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাড়িটি ছিল এক চিকিৎসকের। ওই চোর বিশ্রামের জন্য শুয়ে পড়লে একদম সকালে জেগে ওঠেন। উঠেই দেখেন তার চারপাশ♏ে পুলিশের দল।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইন্দিরানগরের সেক্টর ২০-এ অবস🐽্থিত সুনীল পান্ডে নামের একজন চিকিৎসকের তালাবদ্ধ বাড়িতে এই ঘটনা ঘটে।

সুনীল পান্ডে বলরামপুর হাসপাতালে কাজ করেন এবং বাড়ি ছেড়ে বারাণসীতে যান। এই সুযো🐻গেই অভিযুক্ত ব্যক্তি ওই 🔥বাড়িতে ঢুকে মূল্যবান জিনিস হাতিয়ে নেন। তবে অনেক মাতাল থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন। সকালে পান্ডের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। আর উঁকি দিয়ে দেখতে পান, বাড়ির ভেতরে লুটপাট করা হয়েছে এবং জিনিস এদিক সেদিক।

এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে দেখতে পান, অভিযুক্ত কপ🏅িল চুরি করা মূল্যবান জিনিস নিয়ে ঘুমিয়ে আছেন।

পুলিশের পক্ষ থেকে ♛বলা হয়েছে, কপিল ওই বাড়িতে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেন। সে এমনি꧃ ওয়াশবেসিন, গ্যাস সিলিন্ডার এবং ওয়াটার পাম্প চুরির চেষ্টা চালায়। তবে সে ঘুমিয়ে পড়েন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!