মানি লন্ডার🔴িংবিরোধী অভিযানে সিঙ্গাপুর পুলিশ প্রায় ১০০ কোটি সিঙ্গাপুরি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে।
এই অভিযানকে দেশটিরꦬ ইতিহাসে মানি লন্ডারিংবিরোধী বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে। অভিযানে বিলাসবহুল ৯৪টি বাড়ি, দামি ৫০টি গাড়িসহ প্রায় ২ কোটি ৩০ লাখ ড𒐪লার জব্দ করা হয় বলে জানায় বিবিসি।
অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ থেকে ৪৪ বছর বয়সী গ্রেপ্তাররা চীন, কম্বোডিয়া, তুরস্ক এবং ভানুয়াতুর পাসপোর্টধার🦋ী। গ্রেপ্তাররা দামি এলাকার বিলাস🦩ী জীবন যাপন করতেন।
বুধবার (১৬ আগস্ট) সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এক বিবৃতিতে জানায়, তারা আগে থেকে অবৈধ উপায়ে অর্থ লেনদেনের তথ্য পেয়েছিল। তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন🔯দের গ্রেপ্তার করতে পুলিশ মঙ্গলবার (১৫ আগস্ট) একযোগে বিভিন্ন শহরে এই অভিযান পরিচালনা করা হয়।
এসপিএফের বিবৃতিতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, তারা নিজ দেশে অর্থ পাচার এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। সন্দেহজনক লেনদেন নিয়ে অনুসন্ধানের 🌠পর পুলিশ তাদের শনাক্ত করে।
পুলিশের কমার্শিয়াল এফেয়ার্স ডিপার্টমেন্টের (সিএডি) পরিচালক ডেভিড চিউ বলেন, “সিঙ্গাপুর যাতে অপরাধীদের নিরাপদ আশ্রয় না হয়ে ওঠে সে ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, যদি আমরা শনাক্ত করতে𒁃 পারি ত꧂াহলে গ্রেপ্তার হবেন। আর অবৈধ সম্পদ পেলে জব্দ হবে। আইনি পথেই অপরাধীদের মোকাবেলা করা হবে।”
সিঙ্গাপুরের মনিটারি অথরিটি জানিয়েছে, সন্দেহজনক অর্থ শনাক্তের বিষয়ে সংস্থাট🔴ি অর্থনৈতিক অন্য সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করবে।