নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে হামলা চলাকালীন বন্দুকধারীরা পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই🧸 বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।
শুক্রবার (২১ এপ্রিল꧑) দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের এক মুখপাত😼্র জানিয়েছেন।
বার্তা সংস্♒থা রয়টার্স জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজ্যটিতে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে। এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার প্রায়ই নিষিদ্ধঘোষিত ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রা (আপিওবি) গোষ্ঠীকে দায় দিয়ে থাকে। আইপিওবি এসব অভিযোগ অস্বীকার ౠকরেছে।
তবে ইমো রাজ্য পুলিশের꧟ মুখপাত্র হেনরি ওকোয়ে ওই পুলিশ কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
নাইজেরিয়ায় ব্যাপক নিরাপত্তাহীনতা বিরাজমান। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থিদের ব𒈔িদ্রোহ চরম আকার ধারণ করেছে এবဣং দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধী দলগুলোর সহিংসতা বিরাজমান।