ইউক্রেন💛ের আরও একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। আভদিভকা নামের শহরটি থেকে ইউক্রেনীয় সেনারা পুরোপুরি সরে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকা রাশিয়ার দখলে আসাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে আখ্যা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা চার মাসের বেশি সময় ধরে শহরটির দখল নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়ছিল রুশ বাহিনী। অবশেষে শহরটির দখল গেল রাশিয়ার কাছে। গতকাল শনিবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছে, আভদিভকা থেকে ইউক🎉্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় কিছু সেনা এখনো শহরের একটি কোক কারখানায় আশ্রয় নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে খুব শিগগিরই তাদে𝐆র আটক করা হবে। এর আগে, গত বছরের মে মাসে রাশিয়া সর্বশেষ ইউক্রেনের কোনো শহর দখল করেছিল। সে সময় রুশ সেনারা গুরুত্বপূর্ণ শহর বাখমুতের দখল নেয় দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পর।
রাশিয়া হাতে আভদিভকার পতন এমন এক সময়ে ঘটল, যার মাত্র সপ্তাহখানেকের কম সময় পর রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুই বছর পূর্ণ হবে। অথচ, বিগত কয়েক মাস ধরেই ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদ সংকটে ভুগছে। যুক্তরাꦆষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহা🦩য়তা দিতে পারছে না।
তবে ইউক্রেনের মিত্রদেশগুলোর এই অসহায় অবস্থা রাশিয়াকে ফায়দ🎃া তোলার সুযোগ করে দিয়েছে। যার ফলাফল হিসেবে রাশিয়া আভদিভকা দখল করে নিল। এই দখলের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টে কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রপ্রধান ইউক্রেনে গুরুত্বপূর্ণ জয়ের জন্য রুশ সেনাদের অভি꧅নন্দন জানিয়েছেন।’