• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খোঁজ মিলছে না ৩১ হাজারেরও বেশি নারীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০৫:২২ পিএম
খোঁজ মিলছে না ৩১ হাজারেরও বেশি নারীর

একজন, দুজন বা তিনজন নয়। এমনকি শতাধিকও ন✱য়, বরং পুরোপুরি ৩১ হাজারেরও বেশি নারী নিখোঁজ রয়েছেন। এসব নারী কোথায় গেছেন, কার সঙ্গে ♚গেছেন তা কেউই জানেন না। আর বিপুল সংখ্যক নারীর উধাওয়ের ঘটনা ঘটেছে মাত্র তিন বছরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্💛য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়া এসব নারীদের মধ্যে প্রায় ২৯ হাজার প্রাপ্ত বয়স্ক ও প্রায় তিন হাজার কিশোরী। তারা ২০২১ সাল থেকে চল🌜তি বছরের মধ্যে নিখোঁজ হয়েছেন।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যটির সরকারি তথ্য বলছে, গত তিন বছরে রহস্যজনকভাবে নারী নিখোঁজের এসব ঘটনা ঘটেছে। কংগ্রেস আইনপ্রণেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের একটি প্রশ্নের জবাবে রাজ্যের আইনসভায় এ পরিসংখ্যানগুলো প্রকাশ করা হয়েছিল। প𝓀রিসংখ্যানে দেখা যায়, উল্লিখিত সময়ের মধ্যে মধ্যপ্রদেশে ২৮ হাজার ৮৫৭ জন প্রাপ্ত বয়স্ক নারী ও ২ হাজার ৯৪৪ জন কিশোরী নিখোঁজ হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতিদি🌊ন গড়ে অন্তত ২৮ জন নারী ও তিনজন কিশোরী মধ্যপ্রদেশ থেকে নিখোঁজ হয়েছেন। সংখ্যাটা উদ্বেগজনক হলেও এসব ঘটনায় মাত্র ৭২৪টি নিখোঁজ মামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী 🅰বাহিনীর তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে।

মধ্যপ্রদেশের উজ্জাইনে গেল ৩৪ মাসে ৬৭৬ জন নারী নিখোঁজ হলেও ✃এখন পর্যন্ত একটি নিখোঁজ মামলাও করা হয়নি। রাজ্যের সাগর জেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সেখানে এখন পর্যন্ত ২৪৫টি মামলা হয়েছে। আর সবচেয়ে বেশি নারী নিখোঁজ হয়েছে ইন্দোরে।

জেলাটিতে এখন পর্যন্ত ২ হাজার ৩৮৪ জন নারী নিখোঁজ হﷺয়েছে। যা রাজ্যটি♚তে সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা। সংশ্লিষ্ট সূত্র জানায় এক মাসের ও বেশি সময় ধরে ইন্দোরে ৪৭৯ জন নারী নিখোঁজ হয়েছেন, তবে এসব ঘটনায় মাত্র ১৫টি মামলা করা হয়েছে।

এর আগে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তিন বছরে দেশে ১৩ লাখেরও বেশি কিশোরী ও প্রাপ্ত বয়স্ক নারী নিখোঁজ হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশের। অন্যদিকে, পশ্চিমবঙ্গ এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতীয় সংসদে উপস্থাপন করা তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী ১০ লাখ ৬১ হাজার ৬৪৮ জন নারী এবং ১৮ বছরের কম ﷺবয়সী ১ লাখ ৫১ হাজার ৪৩০ জন কিশোরী নিখোঁজ হয়েছে।

Link copied!