• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেন মেয়র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:২৮ পিএম
অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেন মেয়র

বাসিন্দাদের ভয়াবহভাবে অসুস্থ হ🧸ওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মেয়র। ইতালির স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া বেলকাস্ত্রো গ্রামের মানুষদের উদ্দেশে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ‘যেসব অসুস্থতায় জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, সেসব অসুস্থতা এড়িয়ে চলার জন্য গ্রামের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হলো।’

বেলকাস্ত্রো ইতালির সবচেয়ে দরিদ্র গ্রামগুলোর একটি। এটির অব𒀰স্থান ইতালির দক্ষিণের ক্যജালাব্রিয়া অঞ্চলে।

মেয়র বলেন, পদক্ষেপটি ‘স্পষ্টতই একটি হাস্যকর উসকানি।’ তবে স্থানীয় স্বাস্থ্যসেবা-ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরতে তিনি আঞ্চলিক কর্তৃপক্ষকে যে জরুর🍬ি নোটিশ পাঠিয়েছিলেন, তার চেয়ে এটির প্রভাব বেশি ছিল।

গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেꦫম্বারও সব সময় খোলা থাকে না। আর সাপ্ত🍌াহিক ছুটিসহ অন্যান্য ছুটি ও নির্ধারিত সময়ের পর এটি বন্ধ থাকে।

তোরচিয়া ইতালির একটি টেলিভিশনকে বলেন, ‘তখন নিরাপদ বোধ করা কঠিন, যখন আপনি বুঝবেন যে সহায়তার প্রয়োজন হলে সময়মত𓆏ো এঅ্যান্ডই বিভাগে পৌঁছানই একমাত্র আশা।’ আর সেখানে যাওয়ার সড়কটি যেকোনো অসুখের চে♔য়ে বেশি ঝুঁকিপূর্ণ।

ওই আদেশের অংশ হিসেবে গ্রামের বাসিন্দাদের ক্ষতিকর হতে পারে, এমন কাজে জড়িত না হতে ও গার্হ🐼স্থ্য দুর্ঘটনা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘন ঘন বাড়ি থেকে বের না হওয়া, ভ্রমণ বা খেলাধুলা অনুশীলন না করার এবং (পরিবর্তে) বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অঞ্চলটির ১৮টি হ🍒াসপাতাল ২০০৯ সালের পর থেকে বন্ধ। ফলে ক্যালাব্রিয়ার প্রায় অর্ধেক, অর্থ🌼াৎ প্রায় ২০ লাখ মানুষ অঞ্চলটির বাইরে গিয়ে চিকিৎসাসেবা নিতে চান।

বেলকাস্ত্রোর বাসিন্দারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেয়র তোরচিয়া এই সমস্যাগুলোকে আরও বেশি সামনে নিয়ে আসার জন📖্য সঠিক কাজটি করেছেন। সিদ্ধান্তটি বিবꦛেককে নাড়া দেবে।’

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!