• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৩:১২ পিএম
শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো

এ বছরের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানেಌ পরমাণু বোমা হামলায় জীবিতদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠন নিহোন হিদানকিয়ো।𓃲 বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

একই সঙ্গে পুরস্কারের ঘোষণাটি নেবেলপ্রাইজ ডট ওর্গ এবং ফেসবুক, এক্স, ইউটিউবে♋ নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলেও সরাসর🃏ি সম্প্রচার করা হয়।

পুরস্🍰কার ঘোষণার সময় বলা হয়, বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য 𓂃কাজ করছে জাপানের এই প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৩ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বির🔯ুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখায় তাঁকে গত বছর শান্তিতে নোবেল দেওয়া হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শান্তি পুরস্কারের জন্য এ বছর মোট ২৮৬ জন প্রার্💧থীর নাম নিবন্ধন করেছে, য🌄ার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা রয়েছে।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গত ৭ অক্টোবর চিকিৎসাশ✨াস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যদিয়ে শুরু হয় এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ম্যান বুকার বিজয়ী কথাশিল্পী, প্রাবন্ধিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক হান কাংকে ২০২৪ সালের 🔜নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী ঘোষণা🐠 করা হয়।

আগামী ১৪ অক্টোবর সর্বশেষ অ🐻র্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে।  এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভা♔বে এ বছর  নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে।

Link copied!