• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ট্রাম্প না কমলা—কে জিতলে ভারতের লাভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০২:১৩ পিএম
ট্রাম্প না কমলা—কে জিতলে ভারতের লাভ

যুক্তরাষ্ট্রের পরবꦯর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন—ডোনাল্ড ট্রাম্প, নাকি কমলা হ্যারিস। তার জানা যাবে আর কয়েক ঘণ্টা পরই। বিশ্বের সবচেয়ে শক্তি𝓡ধর দেশের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হচ্ছেন, সে দিকে তাকিয়ে রয়েছে ভারতও।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আমেরিকার বাণিজ্য নীতিতে বহুপাক্ষিক দৃষ্টিভঙ্গি দেখা গেছে। জোর দেওয়া হয়েছে আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্যিক চুক্তির ওপর। বাইডেনের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো কমলা এবার প্রেসিডেন্ট হলে তার আমলেও বাণিজ্য নীতি একই রকম থাকতে পারে বলে অনুমান। অন্য দিকে ট্রাম্পের ক্ষেত্রে অনেকটা আগ্রাসী বাণিজ্যিক মনোভাব দেখা যেতে পারে। যার প্রভাব বিশ্ব বাণিজ্যে পড়তে🌼 পারে বলে মনে করꦺা হচ্ছে।

এদিকে হ্যারিস🌊 ক্ষমতায় এলে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের স্বার্থ বেশি গুরুত্ব পেতে পারে বলে মত অনেকের। ট্রাম্পের ক্ষেত্রেও আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রভাব তুলনামূলক ভাবে বৃদ্ধি পেতে পারে। চীনের বদলে ভারত থেকে আমদানিতে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। কিন্তু ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যিক মনোভাবের কারণে তাতে প্রভাব পড়ারও সম্ভাবনা রয়েছে।

আমেরিকার ভোটে ভারতীয়দের অন্যতম একটি চিন্তার বিষয় অভিবাসন নীতি নিয়ে সে দেশের পরবর্তী প্রশাসনের অবস্থান। বিশেষ করে এইচ-১বি ভিসা নিয়ে পরবর্তী প্রেসিডেন্ট কোন পথে হাঁটবেন তা ভাবাচ্ছে ভারতীয়দের। কোনো আমেরিকান সংস্থায় আমেরিকার বাইরের কোনো কর্মীর এই ভিসা প্রয়োজন হয়। ⛎ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে ট্রাম্পের প্রশাসন অভিবাসন বিধিতে আরও কড়াকড়ি আনতে পারে। তাতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা ছাড় পেলেও সমস্যায় পড়তে পারেন অন্য পেশার সঙ্গে যুক্ত স্বল্পপ্রশিক্ষিত বা অপ্রশিক্ষিত কর্মীরা। এ বিষয়ে তুলনায় উদার ডেমোক্র্যাটিক প্রশাসন। রিপাবলিকান প্রেস🐓িডেন্টদের আমলে গড়ে ৯০.৭ শতাংশ এইচ১-বি ভিসায় অনুমোদন দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টদের আমলে সেই গড় ৯৪.৬ শতাংশ।

পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের দিকে আরও বেশি জোর দিতে চান হ্যারিস। ভারতেরও লক্ষ্য কয়লা, পেট্রোপণ্যের মতো জ্বালানির ব্যবহার কমিয়ে আনা। এই বিষয়ে হ্যারিসের প্রশাসনের সঙ্গ🌳ে ভারতের মনের মিল হতে পারে। অন্য দিকে ট্রাম্পের নজর চিরাচরিত শক্তির দিকেই। সেটিও ভারতের জন্য লাভজনক হয়ে উঠতে পারে। কারণ, পেট্রোপণ্যের জন্য ভারতের আমদানির ওপর নির্ভর করতে হয়। ট্রাম্প ক্ষমতায় এলে বিশ্বে অপরিশোধিত তেলের দাম কমতে পারে।

প্রতিরক্ষায় আন্তꦅর্জাতিক স্তরে বোঝাপড়ার ওপরেও ট্রাম্প ও হ্যারিস উভয়ের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্যারিস ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে চান। সে জন্য এই অঞ্চলের দেশগুলির সঙ্গে বন্ধুত্বে আরও জোর দিতে আগ্রহী কমলা। অন্য দিকে ট্রাম্প চান ‘কোয়াড’ সদস্য রাষ্ট্রগুলির বন্ধুত্ব আরও মজবুত করতে। এ ক্ষেত্রে উভয়েরই লক্ষ্য ‘প্রতিপক্ষ’ চীন♋কে চাপে ফেলা। সে ক্ষেত্রে ট্রাম্প বা কমলা, যিনিই প্রেসিডেন্ট হোন না কেন— ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনাই প্রবল।

Link copied!