নারী বিচারককে উদ্দেশ্য করে বল🥂া মন্তব্যের জেরে দায়ের হওয়া 🌄মামলা থেকে অব্যহতি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আল-জাজিরা জানায় ইসলামাবাদের আদালত তার লিখিত ক্ষমা প্রার্থণা গ্রহণ করেছেন।
ইসলামাবাদ হাಞই কোর্টের প্রধান বিচারপতি আথার মিনাল্লাহর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন। সোমবার (৩ অক্টোবর) এই বেঞ্চ ইমরানের ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সর্বসম্মতিক্রমে তাকে মামলা থেকে অব্যহতি প্রদান করেন।
এর আগে একই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর জামিন পান তিনি। পাকিস্তানের গণমাধ্যম দি ডন জানিয়েছে, ২০ আগস্ট এক জনসমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএস🎶জে) জেবা চৌধুরীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছিল।
ইসলামাবাদ পুলিশের অনুরোধে ইমরানের বিশে✨ষ সহকারী শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন অতিরিক্ত জেলা ও দায়র🐭া জজ (এডিএসজে) জেবা চৌধুরী। ২০ আগস্টের ভাষণে জেবাকে সতর্ক করে ইমরান বলেছিলেন, “তার উচিত পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত রাখা।”
ইমরানের এ বক্তব্যের পর ম্যাজিস্ট্রেট আলি জাবেদের অভিযোগের প্রেক্ষিতে ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশনে এফআইআর দাখিল করা হয়। এফআইআ🐠রে বলা হয়, শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ও একজন নার🦄ী অতিরিক্ত দায়রা জজকে হুমকি–ধামকি দিয়েছেন।