• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার হজ করতে আসা সবচেয়ে বয়স্ক নারীকে যেভাবে বরণ করল সৌদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৩:২১ পিএম
এবার হজ করতে আসা সবচেয়ে বয়স্ক নারীকে যেভাবে বরণ করল সৌদি
সারহৌদা সেটিতকে উষ্ণ অভ্যর্থনা দেয় সৌদি সরকার। ছবি : সংগৃহীত

এ বছর হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক নারী সারহৌদা সেটিত। হজ করতে যাওয়া ১৩💛০ বছর বয়সী ওই বৃদ্ধাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে সৌদি সরকার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ🌱্রাচ্যভিত্তিক সংবাদম🎶াধ্যম গালফ নিউজ।

গালফ নিউজ জানায়, সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। তিনি সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাব❀ে তার আগমন উদযাপন করা হয়েছে। হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগꩵাযোগমাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়।

সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের ওআগমন শুরু হয়েছে।

Link copied!