মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। দেশটির রাখাইন রাজ্যের সিতওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স🌌িএনএন।
মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলಌিম বলে জানিয়েছেন শেউই ইয়াং মাতা ফাউন্ডেশন নামের উদ্ধারকারী দলের মুখপাত্র বাই লাট। তিনি আরও জানান, এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে। তাদের স্থানীয় থানায় রাখা হয়েছে।
সিতওয়ে থানার এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নৌকায় ৩ মাঝিসহ মোট ৫৮ জ🧸ন ছিলেন। তারা সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়েন। তখন বিশাল ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়।”
নিখোজ ৩৩ জনের সন্ধানে স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী ফাউন্ಌডেশনের যৌথ অভিযান চলছে।