চীনের দক্ষিণাঞ্চলে ধেয়ে যাচ্ছে সুপার♏ টাইফুন ইয়াগি। এর প্রভাবে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে ঝড় ও ভারী বৃষ্টি হচ্ছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাতিল করা🍸 হয়েছে ফ্লাইট।
দেশটির আবহাওয়অ অফিসꦜ জানিয়েছে, শুক্রবার বিকালেই হাইনানের গ্রীষ্মমন্ডলীয় উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, ক্যাটাগরি ৫ মাত্রার আটলান্টিক হারিকেন বেরিলের পর, ২০২৪ সালে টাইফুন ইয়াগিকে এখন পর্যন্ত꧟ বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের তালিকায় দ্বিতীয় হিসেবে নিবন্ধিত করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর ফিলিপাইনে আঘাত হানার পর থেকে দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে শুক্রবꦓার বিকেল হাইনান দ্বীপের ওয়েনচাং থেকে গুয়াংডং প্রদেশের লেইঝৌ পর্যন্ত চীনা উপকূলে ইয়াগি আছড়ে প♏ড়বে। এরপর এটি ভিয়েতনাম ও লাওসে আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
বৃহস্পতি🧜বার রাত এবং শুক্রবার সকালে অঞ্চলজুড়ে শক্তিশালী বজ্রপাত ও বজ্রপাতের সঙ্গে ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে।
হাইনান, গুয়াংডং, হংকং এবং ম্যাকাওতে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে শুক্রবার চীনের 𒆙দক্ষিণাঞ্চলজুড়ে পরিবহন সংযোগগুলোর অধিকাংশই বন্ধ ছিল।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র পারাপার গুয়াংডংয়ের ম্যাকাও এবং ঝুহাইয়ের সঙ্গে হংকংয়ের সংযোগকারী প্র💖ধান সেতুটিও বন্𝓀ধ ছিল।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে🧸 কারখানাসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েꦚছে।