• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জরুরি সেবা নম্বরে ফোন করে মাকে বাঁচাল ৪ বছরের শিশু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৪:১৬ পিএম
জরুরি সেবা নম্বরে ফোন করে মাকে বাঁচাল ৪ বছরের শিশু

অস্ট্রেলিয়ার তাসমানিয়ার লন্সেস্টনে বাসিন্দা ছোট্ট শিশু মন্টি ককার। অনেকেই তাকে এখন ‘অস্ট্রেলিয়ার সুপারহিরো’ হিসেবেইཧ চেনেন।

চার বছর বয়সী এই শিশু গত ২৭ আগস্ট জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে তার মায়ের জীবন বাঁচিয়েছে। তার এই বীরত্ব𝓡ের প্রশং🅠সায় ভাসছে গোটা দেশ।

বিবিসি জানায়, ঘটনার 𝐆আগের দিনই মন্টির মা মিসেস ককার তাকে শেখান কীভাবে লক করা ফোন আনলক করতে হয় এবং ফোন থেকে জরুরি সেবার নম্বর চেপে কীভাবে অ্যাম্বুলেন্সে 🦩ডাকতে হয়। তবে তার ছেলে এত দ্রুত সেটি কাজে লাগাবে, তা চিন্তাও করেননি তিনি।

মিসেস ককার বলেন, সেদিন বিকেলে তিনি হুট করেই অসুস্থ বোধ করছিলেন। সে সময় তিনি তার স্বামীকে ফোন ক🐽রার চেষ্টা করেন এবং মাথা ঘুরে পড়ে যান। তারপর আর কিছু মনে নেই তার।

আর জরুরি সেবার প্যারামেডিক মার্ক স্মল জানান, ছোট্ট মন্টি ককার সেদিন ফোন করে অপারেটরদের বারবার বলছিল, ;“আমার ෴আম্মু 🅠মাথা ঘুরে পড়ে গেছে।”

স্মল আরও বলেন, “আমরা যখন ওদের ঠিকানায় পৌঁছালাম, তখন সে জানালায় দাঁড়িয়ে হাত নেড়ে আমাদে💧র ডাক🐠ছিল।”

মন্টি বাড়ির ভেতরে ঢুকতে ও মাকে অ্যাম্বুলেন্সে তুলতেও উদ্ধারকর্মীদের সাহা🧔য্য করে। তার মা ওয়েন্ডি খিঁচুনিতে আক্রান্ত হয়েছিল বলে জানান তারা।

স্মলস বলেন, “আপনি যদি হুট করে পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত পান বা আপনার আগেও খিঁচুনি হয়ে থাকে, তবে এটি বেশ গুরু𒆙তর সমস্যা হতে পারে। আমি ১৩ বছর ধরে প্যারামেডিক হিসেবে কাজ করছি। বড় বাচ্চাদের অ্যাম্বুলেন্স কল করতে দেখেছি, কিন্তু চার বছর বয়সী কারও ফোন এই প্রথম পেলাম।”

এ ঘটনার পর থেকেই বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম হয় মন্টি। মঙ্গলবার তাকে একটি প্রশংসাপত্র দেন জরুরি স⛄েবা সংস্থার প্যারামেডিকরা।

Link copied!