• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আরাকান আর্মির হামলায় ৮০ জান্তা সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১২:৫৩ পিএম
আরাকান আর্মির হামলায় ৮০ জান্তা সেনা নিহত
মিয়ানমারের মানচিত্র

মিয়ানমারের রাখাইনের একটি শহরে জান্তা বাহিনীর প্রꩲায় ৮০ সেনা নিহত হয়েছেন। রাখাইনের রামরি দ্বীপের এ শহরের নামও রামরি। তিন দিনের লড়াইয়ে এসবꦅ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য শনিবার (২৪ ফেব্রুয়ারি) রামরিতে নতুন করে সেনা পাঠায় জཧান্তা সরকার। ওই দিন চারটি সামরিক হেলিকপ্টারে ১২০ সেনা আসেন রামরিতে। আরাকান আর্মির দাবি, দুই দিনে এসব সেনার তিন ভাগের দুই ဣভাগ নিহত হয়েছেন।

আরাকান আর্মি বলছে, ২৪ ফেব্রুয়ারি এসব সেনার প্রায় ৬০ জন তাদের সঙ্গে লড়াইয়ে নিহত হন। এসব সেনার মরদেহ উদ্ধার করার সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তার🌄া💧।

বিদ্রোহী আরাক🍃ান আর্মি বলছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রামরি দ্বীপ থেকে পিছু হটার সময় তাদের সঙ্গে লড়াইয়ে জান্তা বাহিনীর আরও ২০ সেনা নিহত হন। তাদের কাছ থেকেও গোলাবারুদ ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

রামরিতে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি। শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা ক♑রার পর এ লড়াই শুরু হয়।

Link copied!