পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কারামুক্ত করার উদ্যোগ নিতে প্রে🌌সিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৬০ সদস্য।
বুধবার (২৩ অক্ꦑটোবর) এক চিঠিতে বাইডেনকে এই আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতাদের সবাই বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। চিঠিতে ইসলামাবাদ-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে মুক্ত করার দাবি জানান কংগ্রেসম্যানরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা স🍸ংস্থা রয়টার্স।
চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ পাকিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তি ও মাত্রাহীন মানবাধিকা🙈র লঙ্ঘনের ধারায় লাগাম টানতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সুব🉐িধাজনক অবস্থানকে কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি।
কারাগারে ইমরানের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে পাকিস্তান সরকার⛦ের কাছꦡ থেকে আশ্বাস চাওয়ার জোর দাবি করা হয় চিঠিতে। এ ছাড়া পাকিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করার কথাও উল্লেখ করা হয় চিঠিতে।
২০২২ সালের এপ্র꧙িলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা করা হয়।
গত বছরের মে🔥 মাসে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন ইমরান। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়🤡ালা কারাগারে অবস্থান করছেন।