• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইসরায়েলে পাওয়া গেল ৫ লাখ বছর আগের হাতির দাঁত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৬:২৩ পিএম
ইসরায়েলে পাওয়া গেল ৫ লাখ বছর আগের হাতির দাঁত

বিশাল একটি হাতির দাঁত পাওয়া গেছে ইসরায়েলের দক্ষিণ অংশে। দাঁতে🀅র ফসিলটি লম্বায় প্রায় ৮ ফ﷽ুট ৩ ইঞ্চি। প্রাগৈতিহাসিক কালের হাতিটির বয়স অনুমান করা হচ্ছে প্রায় পাঁচ লাখ বছর।

রয়টার্স জানায়, প্রত্নতাত্বিকরা একটি খনন কাজের এলাকায় দাঁতটি খুঁজে পেয়েছেন। এছাড়াও আগুন জ্বালানোর চক🐻মকি পাথরসহ অন্যান্য প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে এলাকাটিতে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এমন আবিষ্কার খুবই বিরল। ভূমধ্যস﷽াগরীয় অঞ্চলের প্রাগৈতিহাসিক কালের প্রাণীদের সম্পর্কে জানতে 🅠সহায়তা করবে এই দাঁতটি।

দেশটির পুর𝔍াকীর্তি কর্তৃপক্ষ একটি লিখিত বক্তব্যে বলেছে, “এই অঞ্চলে পাওয়া হাতির দাঁতের ফস♕িলগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।”

সংরক্ষণ প্রক্রিয়া শেষে দাঁতটিকে ইসরায়েলের প্রত্নতত্ত্ব বিভাগের জাতীয় ক্যাম্পাসের প্রদর্শনীতে স্থায়ীভাবে রাখা হবে ব🃏লে জানানো হয়েছে।

সোজা দাঁতের হাতির এই প্রজাত꧃িটি ২৪-৩৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গে🍒ছে বলে জানা গেছে। এক একটি হাতির ওজন হতো ১৫ টন পর্যন্ত।

Link copied!