সিরিয়ায় মার্কিন ব🥂িমান হামলায় নিহত হয়েছেন জঙ্গিগোষ্ঠী ইসলা𒁏মিক স্টেটের (আইএস) তিন শীর্ষস্থানীয় নেতা। দ্য গার্ডিয়ান জানায়, আলাদা দুটি বিমান হামলায় নিহত হন এই তিনজন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৬ অ🧔ক্টোবর) সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালানো হয়। সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হামলাটি চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, হামলায় নিহতদ🅷ের মধ্যে আছেন তিন শীর্ষ নেতা আবু-হাসুম আল-উমাউই, আবু আলা ও আবু মুআদ আল-কাহত🔜ানি।
আবু-হাসুম আল-উমাউই সিরিয়ায় ইসলামিক স্টেটের একজন সমন্বয়ক ছিলেন। আবু আলা ছিলেন আইএসের 🐻শীর্ষ ꧑পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা।
অভিযান🅷ে মার্কিন বাহিনীর সদস্যরা অক্ষত আছেন। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক বক্তব্য অনুযায়ী, হামলায় কোনো বেস🌳ামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার (৫ অক্টোবর) রাতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর পৃথক অভিযানে আইএসের�ꦇ� এক অস্ত্র চোরাচালানকারী নিহত হন।