আফগানিꦿস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে নৌকাডুব🍸িতে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে ২৫ যাত্রী ছিলেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শনিবার (১ জুন) স্থানীয় সময় সকাল ৭টার দিকে আফগানিস্তান🎃ের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের এক নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে নারী 🤪ও শিশুসহ কমপক্ষে ২০ জন মারা যান।
নানগরহার প্রদেশের তথ্য বিভাগ🃏ের প্রধান কুরাইশি বদলুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার একটি নদীতে এ নৌকাডুবি ঘটে।
স্থানীয় স্বা🐓স্থ্য বিভাগ জানায়, দুর্ঘটনার সময় ৫ যাত্রী কোনোমতে প্রাণে বেঁচে যান। নৌকাডুবির কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়♊নি।
এদꩲিকে প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানান, ꧑এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত আছে।