পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন আরও তিনজন। ওই গাড়িবহরে ১২ দেশের কূটনীতিক থাকলেও তাদের কিছু হয়নি। এখনো কোনো গোষ্ঠী এই হামলারಞ দায় স্বীকার করেনি।
রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্ꦐয জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন♈।
নিহত পুলিশ কনস্টেবলের নাম বোরহান। আহতরা হলেন পুলিশের উপপরিদ༺র্শক সার ꦗজামিন, কনস্টেবল হাবিব গুল ও আমানুল্লাহ।
এ ছাড়া গাড়িবহরে ছিলেন ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া ও তাজিকিস্তানের কূটনীতিকরা। তারা সবাই নিরাপদে ইসলামাবাদে ফিরে আসেন। কূটনীতিকরা পর্যটন, হস্তশিল্প ও রত্নশিল্পের প্রচারের জন্য স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে য𒆙োগ দিতে সেখানে যাচ্ছিলেন।
ডনের তথ্যমতে, রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি পর্যটন এলাকায় ভ্রমণ করছিলে💃ন কূটনীতিকরা। গাড়িবহরটি সোয়াত জেলার মালাম জাব্বায় পর্যটন💦 স্পট এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় হামলার শিকার হয়।
সোয়াত জেলা পুলিশ অফিসার (♏ডিপিও) জাহিদুল্লাহ খান জানান, গা🧸ড়িবহরের সামনে থাকা-পুলিশ স্কোয়াডের গাড়িকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এতে এক পুলিশ সদস্য নিহত এবং আরও তিনজন আহত হন।
এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন𓄧্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।