কঙ্গোর রাজধানী ক🏅ানসাসে অনুষ্ঠিত এক জনাকীরܫ্ণ কনসার্টে পদদলিত হয়ে মারা গেছেন ২ পুলিশ কর্মকর্তাসহ ১১ জন। এ ঘটনার জন্য আয়োজকদের দোষারোপ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
আল-জাজিরা জানায়, শনিবার (২৯ অক্টোবর) আফ্রিকার জনপ্রিয় সংগীতশিল্পী ফ্যালি ইপুপার কনসার্ট আয়োজ൲িত হয়💫 কঙ্গোর সবচেয়ে বড় স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামের ধারণক্ষমতার বাইরে চলে যায় দর্শক উপস্থিতি।
স্টে𒁃ডিয়ামটির ধারণক্ষমতা ছিল ৮০ হাজার। তবে উপস্থিতি✨ ছিল আরও অনেক বেশি। জায়গা না পেয়ে অনেকে ভিআইপি সেকশনেও ঢুকে পড়ে। একসময় পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কনসার্টে উপস্থিতি সামাল দিতে একসময় স্টেডিয়ামের বাইর💦ে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।
নিহতদের প্রতি শোক প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ জন মারা গেছেন। কতগুলো মানুষে💙র জীবন চলে গেল। এর জন্য আয়োজকদের অবশ্যই শাস্ত🍷ি পেতে হবে।”
এক পুলিশ কর্মকর্তা জানান, প্রচণ্♐ড ভিড়ে 𒉰নিশ্বাস নিতে পারছিলেন না সংগীতপ্রিয় এই দর্শকরা।