২০২১ সালের জুলাই ছিল বিশ্বের উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের ফেডারেল সায়েন্স এন্ড🍌 রেগুলেটরি এজেন্সির বরাতে বিবিসি জানায়, ১৮৭৯ সালে বৈশ্বিক তাপমাত্রা রেক🐟র্ড করা শুরুর পর এ পর্যন্ত এটিই সর্বোচ্চ মাসিক গড় তাপমাত্রা।
আবহাওয়াবীদরা জানান, জুলাইতে ভূমি ও সাগরেরপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডীগ্রি সেলসিয়াস। যা বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার (১৬ ডিগ্রী সেলসিয়াস প্রায়) চেয়েও বেশি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশনের আবহাওয়াবীদ আহিরা সানচেজ-লুগো জানান, বিংশ শতাব্দীর জুলাই ম🌞াসের গড় তাপমাত্রার চেয়েও এই তাপমাত্রা শূন্য দশমিক নয় তꦏিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
এর আগে সর্বোচ্চ ত🌳াপমাত্রা রেকর্ড হয় ২০১৬ 😼সালের জুলাই মাসে। ২০১৯ ও ২০২০ সালেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল এর সমান।
এছাড়াও উত্তর মেরুর স্থলভাগের গড় তাপমাত্রাও রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। এবছর সেখানকার তাপমাত্রা প্রায় ১ দশমিক ৫৪ ডিগ্রী সেলসিয়াস বেড়েছে। যা ২০১২ সালে তাপমাত্রার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের কার🐎ণেই তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে তাপদাহ, বন্যা, খরা ও দাবানলের প্রকোপ বেড়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা।