• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, ২৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৫:৫৭ পিএম
বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, ২৬ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপা♑বলিক অব কঙ্গোতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ♒২৬ জনের। বিবিসি জানায়, বুধবার একটি জনবহুল বাজারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজধানী কিনশাসার কাছে হাই-ভোল্টেজের তার ছিঁড়ে গিয়ে কয়েকটি বাড়ি ও স্থানীয় বাজারের ওপর পড়ে। এতে রাস্তায় থাকা লোকজন❀ও হ🦂তাহত হয়।

সামাজিক মাধ্যমে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজে একটি ডোবায় বেশ কিছু মৃরদেহ পড়ে থাকতে দেখায গেছে। তবে বিদ্যুতের𝔉 তারটি ঠিক কী কারণে ছিঁড়ে গেছে তা এ𒁏খনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে কিনশাসার উপকণ্♕ঠে মাতাদি-কিবালা জেলায় এই ঘট💧না ঘটেছে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন লোক মারা যায়।

কিনশাসা প্রাদেশিক সরকারের মুখপাত্র চার্লস এমবুতামুন্টু বার্তা সংস্থা এএফপিকে জানান, তারটির এক প্রান্ত ছিঁড়ে গিয়ে সকালের বৃষ্টির পরে জমে থাকা পানিতে পড়ে যায়। 𝕴ফলে সেখানে থাকা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহতদের অনেকেই বাজারের ব্যবসায়ী🐲 ও বিক্রেতা। তাদের বেশিরভাগই নারী।

Link copied!