সাইবার নিরাপত্তা আই🧜নে দায়ের করা মামলায় এজাহার নামীয় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান। রাজধানীর শাহজাহানপু🧔র থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে তಞাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়ে꧅ছে।
ডিএমপির মিডিয়া শাখা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও 💝সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উসকানিমূলক ꦐমন্তব্য ও বিদ্বেষ ছড়াচ্ছিল তারা। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
প্রাথমিকভাবে জানা যায়, কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ🔯্ঞাবহ♌ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
আওয়ামী লীগ সরকার পতনের পর রাজারবাগে পুলিশের কর্মবিরতি পালনের সಞমন্বয়ক হিসেবে তারা কাজ করেছিলেন।