প্লাড্ডা নামে স্কটল্যান্ডের একটি ছোট্ট দ্বীপ বিক্রি করা হবে। যার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি🐓 টাকা। অর্থাৎ ঢাকায় একটি বাড়ির দামেই কেনা যাবে আস্ত দ্বীপটি
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপটিতে একটি পা💜ঁচ বেডরুমের বাড়ি, এ🐻কটি হেলিপ্যাড এবং ১৭৯০ সালের তৈরি বাতিঘর রয়েছে। অবিশ্বাস্য মূল্যের কারণেই এটি সামাজিক মাধ্যমে সবার মনোযোগ কেড়েছে।
গ্লাসগো থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই দ্বিপটি মূল ভূখ꧙ণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন꧃। আরড্রোসান থেকে নৌকায় করে যেতে হবে দ্বীপটিতে।
২৮ একরের দ্বীপটি𒅌 বেশ কয়েক বছর ধরে খালি পড়ে আছে। বসবাসের উপযোগী করার জন্য এর কিছুটা সংস্কারের প্রয়োজন।
৩০ বছর আগে দ্বীপটি কিনেছিলেন ফ্যাশন ডিজাইনার ডেরেক ও স্যালি মর্টেন। এটি র🍌িয়েল এস্টেট কোম্পানি নাইট ফ্রাঙ্কের মাধ্যমে এটি বিক্রি করা হবে🧔।
দেখতে অনেকটা পানির ফোটার মত💙 আকৃতির দ্বীপটি সামুদ্রিক পাখি🏅র গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র। বিভিন্ন পরিযায়ী পাখিও দেখা যায় সেখানে। দ্বীপে ১০০-র বেশি পাখির প্রজাতি দেখা গেছে।
কিনটায়ার ও আইরশায়ার উপকূল জু🍒ড়ে রয়েছে মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে দ্বীপ থেকে উত্তর আয়ারল্যান্ড পর্যন্ত পরিষ্কার দেখা যাꦇয়।