• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জমিন যাবে ভিজে


সনজিৎ নারায়ণ চৌধুরী
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৩:২১ পিএম
জমিন যাবে ভিজে

আমাকে একটা শাদা কাগজ দাও
যে কাগজে একটি শব্দ কেউ এখনো লেখেনি
কোনো কালির বিন্দুরেখা কেউ এখনো ফেলেনি

বহুদিন ধরে কোনো লেখা লেখা হয়নি আমার
অনেকদিনের ইচ্ছে সাজিয়ে গুছিয়ে লিখব
ভাবনাগুলো অবিরাম জমতে থাকে

জমাটবাঁধা ভাবনাগুলো কেমন যেন টসটসে
কমলার কোয়া যেমন রসে থাকে ভরা

অকপটে বলছি,
কাগজের ওই শাদা জমিনে
আমি লিখতে চাই
অনুমতি পেলেই আমি লিখব

উপর থেকে নিচ, বাঁ থেকে ডানে
অলিগলি কিংবা নানা ভাঁজে
বর্ণের পর বর্ণ, শব্দের সাথে শব্দ গেঁথে সাজাবো
আমার এই স্থির সিদ্ধান্ত থেকে
কেউ আমাকে টলাতে পারবে না

চোখ দিয়ে দেখে নেব আগে
সর্পিল গতিতে হাত চলবে সবখানে
ভাবনার রসে শুকনো শাদা কাগজ যাবে ভিজে।

Link copied!