শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আয় খুকু আয়’। সিনেমাটির প্রযোজক জিৎ। পর্দার বাইরে দুইজন একসঙ্গে কাজ করলেও, পর্দায় তাদের একসঙ্গে দেখতে ꦑপায় না দর্শক। পর্দায় কবে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে? নেটদুনিয়ায় এই প্রশ্ন এখন। তবে এবার ফেসবুক লাইভে সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন প্রসেনজিৎ ও জিৎ।
বুধবার (১৫ জুন) ‘আয় খুকু আয়’ ছবির প্রচারে ফেসবুক লাইভে আসেন দুই সুপারস্টার। বাবা-মেয়ের জীবনযুদ্ধের কাহিনি নিয়ে তৈরি ছবির লাইভে দুই তারকাই জানান, সোশ্যাল মিডিয়ায় বারবারই তারা একটি প্রশ্নের সম্মুখীন হন, কবে বড় পর্দায় একসঙ্গে অভিনয় করবেন তারা? অবশেষে সরাসরি সেই প﷽্রশ্নের উত্তর দিলেন দুজনই। জিৎ জানিয়েছেন, শিগগিরই একটি ছবিতে একসঙ♉্গে পর্দায় আসবেন তারা।
এ প্রসঙ্গে জিৎ বলেন, “এরই ম🍸ধ্যে বেশ কয়েকটি ছবির গল্প আমি শুনেছি। তার মধ্যে বেশ কয়েকটি ভালো লেগেছে, কিন্তু এখনো কোনো চিত্রনাট্য নিয়ে ছবি হবে তা ফাইনাল হয়নি।”
জিতের কথায় সম্মতি দিয়ে প্রসেনজিৎ বলেন, “এখনো আমরা দিন ঠিক করিনি। তবে ঠিক হলে তাড়াতাড়িই ছবির ঘোষণা করব﷽।&ꦗnbsp;
আর তাদের কথাতেই প🌺রিষ্কার, জিতের প্রযোজনাতেই শিগগিরই একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন জি♔ৎ ও প্রসেনজিৎ। এখন শুধু সময়ের অপেক্ষা।
সূত্র : জি২৪ঘণ্টা