কবি নির্মলেন্দু গুণের ‘অন্নপূর্ণা’ কবিতা অবলম্বনে ‘দেশান্তর’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন আশুত♋োষ সুজন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের নির্মিত হবে ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী। তার বিপরীতে অভিনয় করবেন আহমেদ রুবেল। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইয়াশ রোহান। পরিচালকের মতে, তিনি অন্যতম একটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন।
সুজন বলেন, “ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন মৌসুমী আপা। তার ♏বিপরীতে আছেন আহমেদ রুবেল। আর ইয়াশ রোহান যে চরিত্রটিতে অভিনয় করবেন সেটিও অন্যতম মুখ্য বলা যায়। ছবিটির জন্য ইয়াশকে কয়েকদিন আগে চুক্তিবদ্ধ করা হয়েছে। আমাদের সঙ্গে অনুশীলনও করছেন তিনি।”
সিনেমাটিতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করবেন নবাগত একজন। যার নাম এখনই প্রকাশ করতে চান না পরিচালক। জানালেন, সেটা চমক হিসেবে রাখতে চাই। সဣব ঠিক থাকলে সেপ্টে🔴ম্বরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।