• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গুঞ্জন নয়, বলিউডে বাঁধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০১:৪৯ পিএম
গুঞ্জন নয়, বলিউডে বাঁধন

অবশেষে সকল গুঞ্জনের অবসান হলো। বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে অভিনয় করতে চলেছেন আজমেরি হক বাঁধনܫ। ইনস্টাগ্রাম পোস্টে বাঁধনের সঙ্গে তোলা একটি সেলফিꦰ প্রকাশ করেছেন বিশাল। তার ক্যাপশনে লিখেছেন, “বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে পেয়ে খুবই আনন্দিত।”

নেটফ্লিক্সের জন্য নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য এর আগে বাংলাদেশ থেকে বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সিনেমার চিত্রনাট্যে বাংলাদেশ সম্পর্কে বিতর্কিত কিছু বিষয় থাকায় তারা সে🍃ই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর বিশালের কাস্টিং ডিরেক্টর টিম কড়া নাড়েন বাঁধনের দরজায়। কোনো ভাবনা-চিন্তা না করে বাঁধন তাদের সেই প্রস্তাবে রাজি হয়ে যান। অনলাইনে অডিশনও দেন।

এদিকে জানা গেছে, ইতিমধ্যে🐲 সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। 🧸এই ছবিতে বাঁধন ছাড়াও আছেন টাবু ও আলী ফজল।

অন্যদিকে সম্প্রতি বাঁধন এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই মনোনয়ন পে💮য়েছেন।

তবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে তাকে লড়াই করতে হবে অন্যান্য দেশের নামজাদা অভিনেত্রীদের সঙ্গে। বাঁধনের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার লিয়া পারসেল (দ্য ড্রো♏ভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন), নিউজিল্যান্ডের এসি ডেভিস (দ্য জাস্টিস অব বানি কিং), ইসরায়েলের আলেনা ওয়াইভি (এশিয়া) 🎉এবং রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চিস্কাইরি (পুগায়া)।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা’র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোജনয়ন তালিকায় রয়েছে।

Link copied!